ঢাকা, শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬

ত্যাগের শিক্ষায় উদ্ভাসিত হোক ব্যক্তি ও সমাজ: ঈদ বার্তায় এনসিপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ৭ জুন ২০২৫

Ekushey Television Ltd.

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় বলা হয়, ঈদুল আজহা আমাদের ত্যাগ ও ধৈর্যের মহৎ শিক্ষায় উদ্বুদ্ধ করে। এদিন আমরা কেবল পশু কোরবানি করি না, বরং নিজের অহংকার, স্বার্থপরতা ও অন্যায়ের সঙ্গে আপস করার প্রবণতাকেও ত্যাগ করার শপথ নেই। সমাজে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সত্য ও সুন্দরের পথ নির্মাণই হোক আজকের দিনের প্রধান প্রত্যাশা।

বার্তায় জুলাই অভ্যুত্থানে জনগণের আত্মত্যাগের কথাও স্মরণ করা হয়। বলা হয়, “জুলাই অভ্যুত্থানে সাহসী ও ত্যাগী মানুষেরা নিজেদের রক্ত দিয়ে প্রমাণ করেছিলেন— নিজেদের দায়িত্ব নিজেরাই না নিলে পরিবর্তন আসে না। আর আত্মত্যাগ ছাড়া মুক্তি সম্ভব নয়। আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি সেই সকল শহিদদের, যাদের রক্তে জাতি নতুন আশার আলো দেখেছিল।”

এনসিপি আরও জানায়, শহিদদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানাতে এবং তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে জুলাই সনদ ও জুলাই ঘোষণা দ্রুত প্রণয়ন ও কার্যকর করা প্রয়োজন।

বার্তার শেষে প্রত্যাশা জানানো হয়, “ত্যাগের শিক্ষায় উদ্ভাসিত হোক ব্যক্তি ও সমাজ।”

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি