ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

থানা হেফাজতে ‘বিষপানে’ নারীর মৃত্যু, ৩ পুলিশ সদস্য বরখাস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১, ১২ জুলাই ২০২৫ | আপডেট: ১১:১৯, ১২ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীর ভাটারা থানায় পুলিশের হেফাজতে থাকা অবস্থায় ফিরোজা আশরাফী (২৭) নামের এক নারী বিষপান করেন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ভাটারা থানার তিন পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন বাড্ডা জোনের সহকারী কমিশনার এইচ এম শফিকুর রহমান।

বরখাস্ত সদস্যরা হলেন- এসআই (নিরস্ত্র) জামাল হোসেন, নারী কনস্টেবল শারমিন এবং নাছিমা। তাদেরকে রাজারবাগ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। 

ভাটারা থানার ওসি রাকিবুল হাসান জানান, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ফিরোজা আশরাফীকে একটি হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

আশরাফীর শ্বাসকষ্টের কথা বললে ‘লিগ্যাল এইড’ সংগঠনের সহায়তায় তার বাসা থেকে ইনহেলার আনান। কিন্তু ইনহেলারের প্যাকেটের ভেতরে বিষ ছিল; যা আশরাফী পান করেন। ঘটনার পরপরই তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে, আশরাফীর সঙ্গে তার স্বামী ইসমাইল কামাল রিসাদের দাম্পত্য কলহ চলছিল। আশরাফী ভাটারা এলাকায় থাকতেন এবং তার স্বামী পল্লবীতে। বৃহস্পতিবার ভোরে আশরাফী ঘুমন্ত অবস্থায় স্বামীর গোপনাঙ্গ কেটে দেন এবং পরে নিজেই তাকে হাসপাতালে ভর্তি করেন। 

এ ঘটনার পর খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন স্বামীর স্বজনরা। সেখানে আশরাফীর সঙ্গে স্বজনদের কথা কাটাকাটি হয়। এরপর তিনি ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। 

পুলিশ তাকে উদ্ধার করে ভাটারা থানায় নিয়ে আসে। আশরাফীকে থানায় আনার পরই পল্লবী থানা পুলিশ জানায়, তার বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে; তাকে থানা পুলিশ হেফাজতে নেবে। এরই মাঝে ঘটে যায় বিষপানের ঘটনা।

পুলিশ বলছে, এ ঘটনায় ‘আত্মহত্যা চেষ্টা’ আইনে একটি মামলা ভাটারা থানায় হয়। পাশাপাশি দায়িত্বে অবহেলার জন্য তিন পুলিশ সদস্যকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বর্তমানে আশরাফীর স্বামী একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা বলছেন, ইসমাইলের ৮০ শতাংশ লিঙ্গ কর্তন করা হয়েছে।

ফিরোজা আশরাভী নামের ওই নারী ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্নেন্স বিভাগের লেকচারার ছিলেন। আর আহত ইসমাঈল সুজন একই বিশ্ববিদ্যালয়ের সোশাল সায়েন্স অ্যান্ড হিউমিন্যানিটিজ বিভাগের লেকচারার।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি