ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

দক্ষিণের ১৮ ওয়ার্ডের নির্বাচনও স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১০, ১৮ জানুয়ারি ২০১৮

ঢাকা উত্তর সিটি কর্পোমেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচন স্থগিতের পর এবার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন ১৮টি ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচনের তফসিলও হাই কোর্টে স্থগিত হয়ে গেছে।

আজ বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মো. ফারুক এবং বিচারপতি তারিক উল হাকিমের বেঞ্চ এ আদশে দেন। নির্বাচন স্থগিত করার পাশাপাশি আদালত রুলও জারি করেছে। নির্বাচন কমিশন ঘোষিত ওই তফসিল কেন ‘আইনগত কর্তৃত্ব বহির্ভূত’ ঘোষণা করা হবে না- ওই রুলে তা জানতে চেয়েছেন আদালত।

উল্লেখ্য, আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তরের মেয়র পদে উপনির্বাচন এবং দুই সিটিতে নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ৯ জানুয়ারির তফসিল ঘোষণা অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি ভোটের দিন ঠিক করা হয়।

ওই তফসিলের বৈধতা চ্যালঞ্জ করে দুই ইউপি চেয়ারম্যান রিট আবেদন করলে হাই কোর্ট গত বুধবার উত্তরের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে দেন। আর ডেমরার এক ভোটারের করা এক রিট আবেদনে আজ বৃহস্পতিবার দক্ষিণের নির্বাচনও আটকে দিয়েছেন আদালত।

একে//

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি