ঢাকা, রবিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৫

দলীয় লোগোতে পরিবর্তন আনছে জামায়াত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩০, ২৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৮:৪৯, ২৮ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

পরিবর্তনের প্রক্রিয়া চলছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় লোগোতে । আগামী কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ  হতে পারে দলের নতুন লোগো।
রোববার(২৮ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত স্প্যানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের সময় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পেছনে রাখা দলীয় পতাকা এবং দেয়ালে লাগানো নতুন লোগো সামনে আসে।

জামায়াতে ইসলামীর দলীয় সূত্রে জানা যায়,দলটির প্রতীক দাঁড়িপাল্লা ঠিক রেখে কিছুটা জাতীয় পতাকার আদলে তৈরি করা হতে পারে নতুন এই লোগো।

নতুন লোগোতে সবুজ পতাকার মাঝে কিতাবের ওপর উদীয়মান সূর্য রয়েছে। তার ওপর রয়েছে কলম। কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে। কিতাবের দুই প্রান্ত থেকে একটি অর্ধ পরাবৃত্ত রয়েছে। যা প্রবেশ দুয়ার অর্থে ব্যবহৃত হয়েছে।

জামায়াত নেতারা বলছেন, লোগো পরিবর্তনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরিকল্পনা ছিল না। তবে সামাজিকমাধ্যমে আলোচনার কারণে আগামী কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে দলের নতুন লোগো।

এ বিষয়ে,জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, আমিরের নির্দেশনায় বেশ কয়েকটি লোগো ডিজাইন করা হয়েছে। তবে কোন লোগোটি ব্যবহার করা হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। আগামী কয়েকদিনের মধ্যে লোগো চূড়ান্ত করা হবে।

এমআর//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি