ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

দাদাভাইয়ের ৯৪তম জন্মবার্ষিকী আজ

প্রকাশিত : ০৮:৫৭, ৯ এপ্রিল ২০১৯ | আপডেট: ১১:১২, ৯ এপ্রিল ২০১৯

সাংবাদিক ও শিশুসংগঠক রোকনুজ্জামান খান দাদাভাইয়ের ৯৪তম জন্মবার্ষিকী আজ। ১৯২৫ সালের এ দিনে রাজবাড়ী জেলার পাংশায় সাহিত্য-সংস্কৃতিসমৃদ্ধ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। 

রোকনুজ্জামান কলকাতার দৈনিক ইত্তেহাদ, শিশু সওগাত এবং ঢাকার দৈনিক মিল্লাত পত্রিকায় সাংবাদিকতা করেছেন। ১৯৫৫ সালে তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকায় যোগ দেন এবং ‘দাদাভাই’ ছদ্মনামে শিশুদের পাতা ‘কচি-কাঁচার আসর’ সম্পাদনা শুরু করেন। আমৃত্যু তিনি এর সঙ্গে যুক্ত ছিলেন। এ থেকেই তিনি ‘দাদাভাই’ নামে দেশব্যাপী পরিচিত হয়ে ওঠেন।

রোকনুজ্জামান খান অনেক কবিতা ও ছড়া লিখেছেন। দাদাভাইয়ের বড় অবদান ‘কচি-কাঁচার মেলা’ নামে জাতীয় শিশুসংগঠন প্রতিষ্ঠা।

রোকনুজ্জামান খান দাদাভাই সৃজনশীল ও সাংগঠনিক কর্মের পুরস্কারস্বরূপ বাংলা একাডেমি, শিশু একাডেমি, একুশে পদকসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

তিনি ১৯৯৯ সালের ৩ ডিসেম্বর ইন্তেকাল করেন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে তার জন্মদিন উদযাপন করবে।

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি