ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

দুই সিটিতে বিএনপি’র ৩ নেতার মনোনয়ন সংগ্রহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৫, ২৬ ডিসেম্বর ২০১৯

তাবিথ আউয়াল, আসাদুজ্জামান রিপন ও ইশরাক হোসেন- ফাইল ছবি

তাবিথ আউয়াল, আসাদুজ্জামান রিপন ও ইশরাক হোসেন- ফাইল ছবি

আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে দুই সিটিতে মেয়র পদে তাদের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

জানা যায়, ঢাকা উত্তরে মেয়র পদে বিএনপির কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য তাবিথ আউয়াল দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। ঢাকা দক্ষিণে মেয়র পদে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন প্রয়াত বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন।

আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে রিপন, তাবিথ ও ইশরাক সশরীরে উপস্থিত হয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। 

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি। আর এই দুই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি। ওইদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি