ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

দুজন শপথ নিলে ঐক্যফ্রন্টের ক্ষতি হবে না : মোশাররফ

প্রকাশিত : ১৪:২৯, ৩ মার্চ ২০১৯ | আপডেট: ১৪:২৯, ৩ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

গণফোরামের বিজয়ী প্রার্থীরা ঐক্যফ্রন্টে গেলে ঐক্যে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আজ রোববার সকালে জিয়াউর রহমানের সমাধিতে জাতীয়তাবাদী কৃষক দলের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

ড. খন্দকার মোশাররফ বলেন, ‘বিষয়টি নিয়ে জোটে আলোচনা করা হবে। জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত সংসদে না যাওয়ার।, যদি কেউ যায় সেটা তাদের দলীয় ব্যাপার।’

দু’জনের শপথের মাধ্যমে ঐক্যফ্রন্টে টানাপোড়েন হবে কিনা এমন প্রশ্নের জবাবে ড. মোশাররফ বলেন, ‘এটা এত আগে বলা যাবে না। আমরা বড় একটা টার্গেট নিয়ে ঐক্যফ্রন্ট করেছি। বিএনপি এই ঐক্যফ্রন্টের প্রধান ও বৃহৎ দল। অতএব আমি বিশ্বাস করি, গণফোরামের কেউ যদি সংসদে যায়ও তারপরও যেহেতু ঐক্যফ্রন্টের বৃহৎ একটা লক্ষ্য আছে, সেজন্য ঐক্যফ্রন্টের কোনো অসুবিধা হবে না।’

এ সময় তিনি গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে জনগণের দুর্ভোগ আরো বাড়ার কথা জানিয়ে এ ধরনের সিদ্ধান্ত না নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, জনগণের কথা তোয়াক্কা না করে আজকে সরকার গ্যাসের দাম বৃদ্ধি করার জন্য পদক্ষেপ নিচ্ছে। গ্যাসের দাম সরকার বৃদ্ধি করে আজকে যে অবস্থানে নিয়ে এসেছে। সেখানে তারা আবার যদি দাম বৃদ্ধি করে তাহলে সেটা ‘মরার উপর খাড়ার ঘা’ হবে। 

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি