ঢাকা, শুক্রবার   ২৫ জুলাই ২০২৫

মাইলস্টোন ট্র্যাজেডি

দুপুরে মাহাতাব, বিকেলে মাহিয়া, চলে গেল না ফেরার দেশে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৮, ২৪ জুলাই ২০২৫ | আপডেট: ১৮:১১, ২৪ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় রাজধানীর বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। জানা গেছে, ওই শিক্ষার্থীর নাম মাহিয়া (১৫) তার শরীরের ৫০ শতাংশ দুর্ঘটনায় পুড়ে গিয়েছিল। 

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। 

এর আগে বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মাহাতাব উদ্দিন ভুইয়া নামের ১৩ বছর বয়সী আরেক শিক্ষার্থী মৃত্যুবরণ করেন। মাহতাম সপ্তম শ্রেণিতে পড়ত।

মাহতাবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বার্ন হাসপাতালের পরিচালক ডা. নাসির উদ্দি জানান, আগুনে মাহাতাবের শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১২ জনের মৃতুয হলো।

মাহাতাবের মামা আঞ্জুম সিফাত জানান, তাঁর বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বনকুট গ্রামে। বাবার নাম মিনহাজ ভুঁইয়া। বর্তমানে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১০ নম্বর রোড এলাকায় থাকেন। এক ভাই ও এক বোনের মধ্যে মাহাতাব ছোট। বড় বোন নাবিলা একই স্কুলের দশম শ্রেণিতে পড়ে।

এদিকে রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্তের দুর্ঘটনায় অগ্নিদগ্ধ ৫ জনের পরিচয় শনাক্ত করেছে সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাব। 

বৃহস্পতিবার সিআইডি সূত্রে জানা গেছে। 

অন্যদিকে নিখোঁজ সন্তানের খোঁজে আজও দিশেহারা বাবা-মা। সন্তানের জন্য অশ্রু ঝরাচ্ছেন দুর্ঘটনা কবলিত স্কুলের মূল ফটকের সামনে। কখনো চিৎকার করে স্কুল কর্তৃপক্ষের কাছে চাইছেন সন্তানের খোঁজ। হতাহতদের তালিকা নিখোঁজদের প্রকৃত সংখ্যা নির্ণয়ে স্কুল কর্তৃক গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করলেও গণমাধ্যমে কথা বলেনি কেউই৷


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি