ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

দুর্ঘটনাকবলিত নৌকাটির খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৫, ২৯ আগস্ট ২০২১ | আপডেট: ১১:০৭, ২৯ আগস্ট ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লইসকা বিলে দুর্ঘটনাকবলিত নৌকাটি উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী টিমের সদস্যরা। আজ রোববার সকালে নৌকাটি উদ্ধারে পুনরায় কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। নৌকাটি উদ্ধারের মাধ্যমে উদ্ধার কাজের সমাপ্তি করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জানান, ২০ টনের একটি চেইন কাপ্পার মাধ্যমে এটি পানির নীচ থেকে উপরে উঠানো হবে। 

জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন জানিয়েছেন এখন পর্যন্ত ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর কোন মরদেহ থাকার সম্ভাবনা নেই এবং স্বজনদের পক্ষ থেকেও নিখোঁজের কোন অভিযোগ আমরা পাইনি। এরপরেও নৌকাটি উদ্ধার করে কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত শুক্রবার বিকাল লইসকার বিলে বালুবাহী ট্রলার ও যাত্রীবোঝাই নৌকার মধ্যে সংঘর্ষে নারীও শিশুসহ ২২ জন নিহত হয়। এ ঘটনা ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে ৭ জনকে আসামী করে বিজনগর থানায় মামলা হয়েছে। 

এ ঘটনায় নৌকার মাঝিসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি