ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

দেশে ডেঙ্গুতে মৃত্যু নেই, আক্রান্ত ১৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৪, ২৩ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১৮:১০, ২৩ জানুয়ারি ২০২৩

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ১৫ জন।

আক্রান্তদের মধ্যে ছয়জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ৯ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৫৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এরমধ্যে ২৭ জন ঢাকার মধ্যে এবং ২৬ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৩৪ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২৫৫ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৪৩০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ২০৪ জন ঢাকার বাসিন্দা, বাকি ২২৬ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা।

এছাড়া চলতি বছরে ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে।

সূত্র: ইউএনবি

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি