ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

দেশে ফিরলেন ড. কামাল হোসেন

প্রকাশিত : ১৪:৪৪, ২৯ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৬:১৯, ২৯ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে তিনি ঢাকায় পৌঁছান।

গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ড. কামাল হোসেন সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুর সাড়ে ১২টার পর ঢাকায় পৌঁছে গেছেন। তাঁর সঙ্গে তাঁর স্ত্রী হামিদা হোসেনও দেশে ফিরেছেন।

গত ২০ জানুয়ারি রাতে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যান। ওই দিন (শনিবার) রাত সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্ত্রী হামিদা হোসনকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এর আগে গত বছরের ২৭ সেপ্টেম্বরও ড. কামাল হোসেন সিঙ্গাপুরে গিয়েছিলেন চিকিৎসার জন্য।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি