দেশের মানুষকে অবজ্ঞা করছে অন্তর্বর্তী সরকার: মির্জা আব্বাস
প্রকাশিত : ১৮:০০, ২৮ মে ২০২৫

দেশের মানচিত্র পরিবর্তন করতে চাইলে অন্তর্বর্তী সরকারকে তা ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বুধবার (২৮ মে) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘তারুণ্যের সমাবেশে’ এ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, নির্বাচন অবশ্যই দরকার। নির্বাচিত সরকার থাকলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তো না।
মির্জা আব্বাসের দাবি, দেশের মানুষকে অবজ্ঞা করেছে অন্তর্বর্তী সরকার। সরকারে যারা আছে, তাদের নব্বইভাগ এই দেশের নাগরিক নয়।
তিনি আরও বলেন, ৯ মাসে নির্বাচন দিতে পারেনি, পারবেও না। সময় শেষ, আপনারা আপনাদের ব্যাবস্থা নিন। একটি অংশ আজকে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চায় না।
বাংলাদেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংককে ব্যবসার অনুমতি দেওয়ায় সমালোচনাও করেন মির্জা আব্বাস। এ নিয়ে তার বক্তব্য, দেশের মানুষ বোকা নয়।
এসএস//
আরও পড়ুন