দেশের সকল সংকটে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করে: লিপকন
প্রকাশিত : ২১:৫৪, ৩১ আগস্ট ২০২৫

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ উর রহমান লিপকন বলেছেন, নব্বইয়ের ছাত্রজনতার অভ্যুত্থান থেকে শুরু করে আজ পর্যন্ত দেশের প্রতিটি গণআন্দোলনে ছাত্রদল ছিল অগ্রণী ভূমিকা পালনকারী। তিনি বলেন, সংকটকালীন সময়ে ছাত্রদল রাজপথের অতন্দ্র প্রহরী হয়ে কাজ করে যাচ্ছে।
শনিবার (৩০ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকস ছাত্রদলের কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মো. সালাহ্উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন সাবেক সভাপতি মো. সুরুজ্জামান সুরুজ এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক রাসেল রানা শাবান।
লিপকন বলেন, “ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলকে বিজয়ী করতে সবার একযোগে কাজ করতে হবে।” তিনি আরও সতর্ক করে বলেন, দেশের গণতন্ত্রকে বিপদাপন্ন করতে একটি মহল সক্রিয়, যা মোকাবিলা করতে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি কর্মীদের উদ্দেশে বলেন, “শিক্ষার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় হতে হবে, তবে এমন কোনো কাজ করা যাবে না যাতে সাধারণ শিক্ষার্থীদের কাছে ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।”
এসময় বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস এন্ড সিরামিকস ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও, এদিন ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের মদীনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বালক কামিল মাদ্রাসা ছাত্রদলের কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহ্ফুজ উর রহমান লিপকন।
আরও পড়ুন