ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

দেশের সব মসজিদে একই পদ্ধতিতে তারাবি পড়ার আহ্বান

প্রকাশিত : ১৯:৩৯, ২ মে ২০১৯ | আপডেট: ১৭:০২, ৩ মে ২০১৯

Ekushey Television Ltd.

পবিত্র মাহে রমজানে সারাদেশে একই পদ্ধতিতে সব মসজিদে খতম তারাবির নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন।

দেশের বিভিন্ন মসজিদে আলাদাভাবে খতম তারাবি পড়া হলেও যেন মুসল্লিদের কোরআন খতম শেষ করতে কোনো সমস্যা না হয় এজন্য বৃহস্পতিবার ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে।

চাঁদ দেখা গেলে আগামী ৭ মে থেকে রমজান শুরু হতে পারে। রমজানের প্রথম ৬ দিনে দেড় পারা করে ৯ পারা এবং বাকি ২১ দিনে ১ পারা করে ২১ পারা তিলাওয়াত করে ২৭ রমজান রাতে অর্থাৎ লাইলাতুল কদরে কোরআন খতমের পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

আলেম, পীর মাশায়েখ ও ইমামদের সঙ্গে আলোচনা করেই এই পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়ার কথা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

উল্লেখ করা হয়, সব মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবি না পড়লে মুসল্লিদের মধ্যে অতৃপ্তি থাকে এবং তারা তারাবির সওয়াব থেকেও বঞ্চিত হন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি