ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোহাম্মদপুরে সংঘর্ষে পথচারী নিহত

দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০২, ১০ নভেম্বর ২০১৮ | আপডেট: ২৩:০৩, ১০ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

মোহাম্মপুরে সংঘর্ষে দুই জন নিহতের ঘটনা তদন্ত করে দুই দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি।
একইসঙ্গ দায়ীদের পরিচয় জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী।

আজ শনিবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।

প্রসঙ্গত, শনিবার সকালে জাহাঙ্গীর কবির নানক এবং সাদেক খানের দুই গ্রুপ মনোনয়নপত্র নিতে যাওয়ার সময় নবোদয় হাউজিংয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পথচারী নিহত হন।

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি