ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

ধামরাইয়ের প্যাকেজিং কারখানার আগুন নিয়ন্ত্রণে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২, ১২ নভেম্বর ২০২২

ঢাকার ধামরাইয়ে বাংলাদেশ এগ্রিকালচার অ্যান্ড এগ্রো নামের একটি কীটনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠানে লাগা আগুন ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোনো হতাহাতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের কয়েকটি স্টেশনের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

এর আগে আজ ভোর ৫টার দিকে ধামরাইয়ের কালামপুরের বিসিক শিল্পনগরী এলাকার ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানার চারতলা ভবনের তৃতীয়তলায় আগুনের সূত্রপাত ঘটে। 

ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫টার দিকে ওই কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় সাভার ফায়ার সার্ভিস, ডিইপিজেড ফায়ার সার্ভিস ও কল্যাণপুর ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সর্বশেষ সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ভবনের তৃতীয়তলায় আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।

এমএম/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি