ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

নকল মোড়কের ব্যবসায় ২৬ লাখ টাকা জরিমানা [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৪, ৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

খাদ্যপণ্যের নকল মোড়ক প্রস্তুত ও বাজারজাতের দায়ে কয়েকটি প্রতিষ্ঠানকে ২৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

শুধু খাদ্য পণ্যের মোড়কই নয় কৃষিকাজে ব্যবহৃত বীজ সার ও কীটনাশকের নকল মোড়কও বেরিয়ে আসে অভিযানে। নকল মোড়কেই ভোক্তার হাতে যায় ভেজাল পণ্য।

রাজধানীর ব্যস্ততম পুরোনো ঢাকার বাবু বাজারে চলছে বেশ কিছু নকল মোড়কের রমরমা ব্যবসা। র‌্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযানে প্রকাশ্যে আসে মানুষ ঠকানোর অবৈধ ফাঁদ।

রুচি, মেরিডিয়ান, প্রাণ, আফতাব ফুডসহ দেশি-বিদেশি নামী ব্র্যান্ডের মোড়ক উদ্ধার হয় অভিযানে। এসব নকল মোড়কেই বাজারে আসে নিম্নমানের চিপস, চানাচুর, বিস্কুট, নুডুলস এমনকি বিভিন্ন ধরনের শিশু খাদ্য।

শুধু খাদ্যপণ্যই নয়, কৃষিকাজে ব্যবহারের জন্য সার বীজ কীটনাশকের নকল প্যাকেট পাওয়া যায় এসব দোকানে। ১৪টি প্রতিষ্ঠানকে ২৬ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ভেজাল ও পণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভ্রাম্যমান আদালত।  

 

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি