ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫

নতুন নীতিমালা, মোবাইলফোন ব্যবহারে আসছে বড় পরিবর্তন

নিসা আলম, একুশে ডেস্ক

প্রকাশিত : ১০:৪৭, ১০ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:২০, ১০ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

মোবাইল ফোন এখন শুধু যোগাযোগের মাধ্যমই নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। ব্যক্তিগত, পেশাগত কিংবা বিনোদন সব কিছুই এখন মোবাইলের মাধ্যমে হাতের মুঠোয়। যা ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না। এই মোবাইল ফোন ব্যবহারে নতুন নীতিমালা প্রণয়ন করেছে সরকার। যা আগামী ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে।

এতে দেশের মোবাইল ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আসতে যাচ্ছে। কারণ তখন থেকে নিবন্ধনবিহীন বা আন অফিসিয়াল ফোনগুলো ব্যবহার করা যাবে না। প্রতিটি মোবাইলের আইএমইআই নম্বর ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র ও সিমের সঙ্গে যুক্ত করে নিবন্ধিত করা হবে, ফলে বৈধ ও অবৈধ ফোন সহজেই চিহ্নিত হবে। 

তবে এখন অনেকের মনে  প্রশ্ন জাগছে—বিদেশ থেকে আনা ফোন বা উপহারের ফোনগুলোর তাহলে কি হবে? সেগুলো কি ব্যবহার করা যাবে না? এমন অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।

উত্তরটি সহজ— ব্যবহার করা যাবে, কিন্তু কিছু নির্দিষ্ট নিয়ম মেনে। 

বিদেশ থেকে আনা ফোন বা উপহারের ফোনগুলো ব্যবহারের উপায়গুলো কি?

বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে বৈধভাবে ক্রয় বা উপহারপ্রাপ্ত হ্যান্ডসেটের প্রসঙ্গে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি জানিয়েছে, এমন হ্যান্ডসেট প্রাথমিকভাবে দেশের নেটওয়ার্কে সচল থাকবে। তবে এসএমএসের মাধ্যমে গ্রাহককে ৩০ দিনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য দাখিলের নির্দেশনা দেয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য যাচাই-বাছাই শেষে কেবল বৈধ হ্যান্ডসেটকেই নিবন্ধন করে নেটওয়ার্কে সচল রাখা হবে।

চলুন জেনে নেই উপহারপ্রাপ্ত মোবাইল হ্যান্ডসেট রেজিস্ট্রেশন করার পদ্ধতিগুলো কি কি-

* গ্রাহককে প্রথমে neir.btrc.gov.bd পোর্টালে প্রবেশ করে ব্যক্তিগত অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে।

* এরপর Special Registration সেকশনে গিয়ে মোবাইলের  IMEI নম্বর দিতে হবে।

* Special Registration সেকশনে গিয়ে মোবাইলের  IMEI দেয়ার পর প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি বা ছবি যেমন পাসপোর্টের ভিসা বা ইমিগ্রেশন পৃষ্ঠা, ক্রয়ের রসিদ  আপলোড করে Submit করতে হবে। 

* যদি হ্যান্ডসেট বৈধ হয় তাহলে তা স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে। আর যদি অবৈধ হয় তাহলে এসএমএসের মাধ্যমে গ্রাহককে জানিয়ে সেই ফোনটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে।

বিদেশ থেকে কেনা মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের জন্য যা যা লাগবে-
* পাসপোর্টের  প্রথম পাতার  ছবি।
* সেই সাথে পাসপোর্টে ইমিগ্রেশন সিল থাকা পাতার ছবি এবং ক্রয় রশিদ।
* যদি একটির বেশি হ্যান্ডসেট হয় সেক্ষেত্রে কাস্টমস শুল্ক প্রদানের প্রমাণপত্র লাগবে।

আবার উপহার হিসেবে পাওয়া হ্যান্ডসেটের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজগুলোর সঙ্গে অতিরিক্তভাবে দিতে হবে উপহারদাতার প্রত্যয়নপত্রও।

নিজের ব্যবহৃত মোবাইল ফোনটি বৈধভাবে নিবন্ধিত কি না- সেটা কিভাবে বোঝা যাবে?

ব্যবহারকারীরা কিন্তু চাইলে নিজেরাই কয়েকটি সহজ ধাপে জেনে নিতে পারেন তাদের ফোনের নিবন্ধন অবস্থা। এজন্য ইন্টারনেট সংযোগেরও প্রয়োজন নেই। শুধুমাত্র কয়েকটি সহজ নির্দেশনা অনুসরণ করলেই জানা যাবে ফলাফল।

জেনে নেই কয়েক ধাপে যাচাই প্রক্রিয়া

* প্রথমে মোবাইল ফোন থেকে *১৬১৬১# নম্বরে ডায়াল করুন।

*এরপর প্রদর্শিত বক্সে ফোনের ১৫-সংখ্যার IMEI নম্বর লিখে পাঠান।

* অল্প সময়ের মধ্যেই ফিরতি এসএমএসের মাধ্যমে হ্যান্ডসেটটির হালনাগাদ নিবন্ধন অবস্থা জানিয়ে দেওয়া হবে।

অপরদিকে এয়ারমেইলে পাওয়া হ্যান্ডসেটের জন্য প্রয়োজন হবে-

* প্রেরকের পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি 

* প্রাপকের জাতীয় পরিচয়পত্র

* ক্রয় রশিদ

* যদি একটির বেশি হ্যান্ডসেট হয় তাহলে শুল্ক প্রদানের রশিদ প্রয়োজন পড়বে।

বিদেশ থেকে আনা বা উপহারপ্রাপ্ত ফোনও ব্যবহারযোগ্য, তবে বৈধ করতে নির্দিষ্ট নিয়ম মেনে রেজিস্ট্রেশন করতে হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি