ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

‘নতুন যুগে বাংলাদেশ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫২, ২৯ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, রাজধানীতে মেট্রোরেল চালুর মধ্য দিয়ে পরিবহন ব্যবস্থায় নতুন এক যুগে প্রবেশ করছে বাংলাদেশ।

বুধবার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে তিনি বলেন, “বিশ্বমানের এমআরটি-০৬ মডেলের বৈদ্যুতিক ব্যালাস্ট ট্রেনটি কোনো স্লিপ ছাড়ায় চলবে। এটির চলার সময় শব্দ ও কম্পন কমাতে রাখা হয়েছে বৈশ্বিক আধুনিক প্রযুক্তি। এ পদ্ধতি বিশ্বে বিরল ও ব্যয়বহুল।”

তিনি বলেন, “ঢাকার তিনটি পয়েন্টে (মিরপুর ডিওএইচএস, ফার্মগেট ও শাহবাগ) নির্মাণ করা ব্র্যাকএনজির হাইব্রিড প্রযুক্তির কারণে ট্রেনটির বিদ্যুৎ খরচ কম হবে।”

প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা বলেন, “যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে রাখা হয়েছে স্ক্রিন ডোর সিস্টেম। ৯ স্টেশনের পাঁচ পয়েন্টে ট্রেন ১০০ কিলোমিটার বেগে চলবে প্রতি ঘণ্টায়।”
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি