ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

নতুন ৩১ ডেঙ্গু রোগী হাসপাতালে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩০, ৭ জুলাই ২০২২

ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩১ জন নতুন রোগী ভর্তি হয়েছে। 

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ২৮ জন ভর্তি হয়েছে। অন্যদিকে, ঢাকার বাইরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৩ জন রোগী ভর্তি হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ১৩২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। 

ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১২৪ জন এবং অন্যান্য বিভাগে ৮ জন রোগী ভর্তি রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত মোট ভর্তি রোগী ১ হাজার ৩৪৭ জন এবং ছাড়প্রাপ্ত রোগী ১ হাজার ২১৪ জন।

এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি