ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

নদীতে ঝাঁপ দিয়ে আর ওঠেনি কলেজ ছাত্র ইমন

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৮, ৭ জুলাই ২০২১ | আপডেট: ১৬:২৬, ৭ জুলাই ২০২১

নাটোরের নলডাঙ্গায় অন্যদের দেখে বারনই নদীতে ঝাঁপ দিয়েই পানিতে তলিয়ে যায় ইমন আলী (১৯) নামে এক কলেজ ছাত্র। ফায়ার স্টেশনের ডুবরি দল ও পুলিশসহ স্থানীয়রা নদীতে অনুসন্ধান চালালেও এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।

আজ বুধবার (৭ জুলাই) রাজশাহীর ডুবরি দল উদ্ধার কাজ শুরু করে। ইমন আলী নলডাঙ্গা উপজেলার হলুদঘর এলাকার সিরাজুল ইসলামের ছেলে ও পুঠিয়া উপজেলার সাধনপুর পঙ্গু শিশু নিকেতন সমন্বিত বিজনেস ম্যানেজমেন্ট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ইমন আলী হলুদঘর প্রাথমিক স্কুল মাঠ সংলগ্ন বারনই নদীতে গোসল করতে যায়। এসময় এলাকার কিশোর ও যুবকদের নদীতে ঝাঁপ দিতে দেখে ইমনও ঝাঁপ দেয়। এরপর সবাই গোসল শেষে বাড়ি ফিরলেও ইমন ফেরেনি। সন্ধ্যার পর তার খোঁজ করতে গিয়ে নদীর ধারে তার বাইসাইকেল, স্যান্ডেলসহ পড়নের কাপড় পড়ে থাকতে দেখা যায়। 

খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশনের ডুবরি দল ও পুলিশসহ স্থানীয়রা নদীতে রাত ১১টা পর্যন্ত অনুসন্ধান চালালেও তাকে পাওয়া যায়নি। পরে আজ বুধবার সকাল ১১টার দিকে রাজশাহীর ডুবরি দল ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান শুরু করে।

নলডাঙ্গা থানার ওসি নজরুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি