ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

নরসিংদী কুইক রেসপন্স টিমের জনসচেতনতামূলক কর্মসূচি

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০১, ৩ এপ্রিল ২০২১

‘মাস্ক ব্যবহার করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে নরসিংদী জেলা প্রশাসনের কুইক রেসপন্স টিম।

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি প্রতিপালন, হোম কোয়ারেন্টাইন, আক্রান্তদের দ্রুত চিকিৎসা, মৃতদেহ সৎকার, বাজার মনিটরিং ও ত্রাণ কার্যক্রম নিশ্চিতরণে নানা কর্মসূচি হাতে নিয়েছে কুইক রেসপন্স টিম।

শনিবার (৩ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসনের আয়োজনে নরসিংদী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মাস্ক বিতরণ ও ব্যবহারের প্রতি জনসাধারণকে উদ্বুদ্ধ করা হয়।

কর্মসূচিতে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন কুইক রেসপন্স টিমের আহবায়ক ও নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহ-আলম মিয়া, নরসিংদী করোনা ডেডিকেডেট হাসপাতালের আবাসিক কর্মকর্তা মিজানুর রহমান, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম-মোস্তাফা মিয়া এবং নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস প্রমুখ। 
এএইচ/ এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি