ঢাকা, শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬

‘নাটক বন্ধ করেন, নির্বাচন কবে বলেন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬, ২৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

প্রখ্যাত সাংবাদিক মাসুদ কামাল বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ড. ইউনূস বিপ্লবী সরকার নন, তিনি অন্তর্বর্তীকালীন সরকার। তার মূল দায়িত্ব হচ্ছে নির্বাচন দেওয়া। কিন্তু তিনি স্পষ্ট কোনো পরিকল্পনা প্রকাশ না করায় সমালোচনা করেছেন মাসুদ কামাল।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, নির্বাচন দেওয়ার জন্য এসে সুনির্দিষ্ট প্ল্যান না বলাটা বিয়ের আসরে বসে কবুল না বলার মতো। অর্থাৎ, ড. ইউনূসের সরকারের নির্বাচনী রোডম্যাপ না জানানোর বিষয়েটি মূলত দায়িত্বজ্ঞানহীন আচরণ বলে তিনি উল্লেখ করেছেন।

এছাড়া, মাসুদ কামাল আরও বলেন, ড. ইউনূস নিজেও বিপ্লবী চেতনা ধারণ করেন কিনা, তা নিয়ে আমার সন্দেহ আছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে নাটক বন্ধ করে দ্রুত নির্বাচনের সময় জানানোর আহ্বান জানিয়েছেন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি