ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

নাভারণে ধান বোঝাই ট্রলি উল্টে নিহত ১

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:৫৪, ২০ মার্চ ২০২১

যশোরের নাভারণে ধান বোঝাই ট্রলি উল্টে বস্তা চাপা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আফজাল হোসেন ফকির (৫৮) শার্শা উপজেলার উলাশী-সম্বন্ধকাটি গ্রামের মৃত করিম বক্সের ছেলে। তিনি উলাশী বাজারের আড়ত ব্যবসায়ীর সহকারি হিসাবে কাজ করতেন।

নিহতের স্বজনরা জানান, শনিবার সকালে আফজাল হোসেন ফকির ধান বোঝাই ট্রলিতে বসে শার্শা থেকে নাভারণ অভিমুখে যাচ্ছিলেন। পথে নতুন বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে পৌছালে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান ট্রাক পিছন থেকে ট্রলিকে ধাক্কা দেয়। এতে ট্রলি রাস্তার পাশে উল্টে যায় এবং আফজাল হোসেন ফকির ধানের বস্তার নীচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। দুর্ঘটনার পর চালক কাভার্ডভ্যান ফেলে পালিয়ে যায়।

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে লাশ ময়না তদন্ত ছাড়াই নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের বড় ছেলে হাসান শার্শা থানায় একটি মামলা করেছেন। 
কেআই //
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি