নাশকতার ভিডিও দেখে না.গঞ্জ ছাত্রদল নেতা মাসুম গ্রেপ্তার
প্রকাশিত : ১৫:১৩, ১৮ নভেম্বর ২০২৩
 
				
					নাশকতা ও আগুন লাগিয়ে সেই ভিডিও দলের অন্য নেতা-কর্মিদের কাছ পাঠাতেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু তালেব মাসুম। গণমাধ্যমে প্রকাশিত এমন ভিডিও দেখে সম্পৃক্ততা প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্ঘলা বাহিনী।
শনিবার (১৮ নভেম্বর) সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। এর আগে শুক্রবার রাতে কক্সবাজার থেকে একজন ঘনিষ্ঠ সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশ থেকে নাশকতায় সরাসরি অংশ নেয় মাসুম। পরে বিভিন্ন সময়ে মহাসড়ক ও নারায়ণগঞ্জ এলাকায় যানবাহন ভাংচুর ও আগুন দেয়। গণমাধ্যমে প্রকাশিত এর ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে তাকে এক সহযোগীসহ কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়।
খন্দকার আল মঈন বলেন, অপর গ্রেফতারকৃত জজ মিয়া মাসুমের ঘনিষ্ঠ সহযোগী। সে মাসুমের নির্দেশে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিভিন্ন স্থানে সড়ক ও মহাসড়কে গণপরিবহন, ব্যক্তিগত যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগ করে রাস্তা অবরোধ করে নাশকতা ও সহিংসতা চালায়।
আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার এড়াতে মাসুম কক্সবাজারে আত্মগোপনে চলে যায়। এরপর তথ্য প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয়ে র্যাব-১ ও র্যাব-১৫ এর একটি আভিযানিক দল কক্সবাজারে যৌথ অভিযান পরিচালনা করে সহযোগীসহ মাসুমকে গ্রেপ্তার করে।
এএইচ
আরও পড়ুন
 
				        
				    






























































