ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

নির্দেশনা মানছে না পুরান ঢাকার হোটেল-রেস্তোরাঁ (ভিডিও)

মোহাম্মদ কবীর, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৬, ২০ অক্টোবর ২০২২

বিদ্যুৎ সাশ্রয়ে পুরান ঢাকার খাবার হোটেল ও রেস্তোঁরাগুলোকে রাত আটটার পর বন্ধ রাখার কঠোর নির্দেশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। তবে ক্ষতির আশঙ্কায় তা মানছেন না ব্যবসায়ীরা। জরুরি সেবা প্রতিষ্ঠানগুলোকে সময় বেধে দেয়া অযৌক্তিক বলছেন সন্ধ্যা ও রাতে কাজ করা শ্রমজীবীরাও। 

নাজিরাবাজার,শ্যামবাজারসহ পুরান ঢাকার রেস্তোরাঁগুলোতে বেচাকেনা শুরুই হয় রাত বারোটার পর, চলে সারারাত। ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে গভীর রাতেও আসেন ভোজনবিলাসীরা। 

কিন্তু জ্বালানি সংকট মোকাবেলায় সব রেস্তোঁরা পয়লা সেপ্টেম্বর থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকবে বলে গণবিজ্ঞপ্তি দিয়েছিল দক্ষিণ সিটি করপোরেশন। 

নিষেধাজ্ঞা তুলে নিতে সিটি মেয়রের সহযোগিতা চান শ্রমজীবীরা।

শ্রমিকরা জানান, সারারাত এখানে কাজ করি, হোটেলগুলো বন্ধ হয়ে গেলে আমাদের খাওয়া-দায় কষ্ট। সরকারের আছে আবেদন এই আইনটা পাস করে দেয় যেন রাতে আমাদের খাবারের জন্য হোটেল খোলা থাকে।

বিদ্যুৎ সংকট নিরসনে নগরবাসীও চান সরকারি নির্দেশনার বাস্তবায়ন। তবে খাবার হোটেলগুলোর মতো জরুরি সেবার ক্ষেত্রে এ নিয়ম শিথিল করার আহ্বান তাদের।

এলাকাবাসীরা বলেন, “আমরা যখন রাত জেগে পড়ালেখা করি দেখা যায় রাত ১২-১টা এমনকি ২টায় খাবারের প্রয়োজন হয়।”

তকে কেউ কেউ বলেন, “শুধু আইন ঘোষণা না দিয়ে কার্যকর একটা ব্যবস্থা নেওয়া উচিত।”

মালিকরাও বলছেন, কিছু ক্ষেত্রে সহনশীল না হলে ক্ষতিগ্রস্ত হবেন তারা। 

হোটেল-রেস্তোরাঁর মালিকরা বলেন, “দোকানের ভাড়া, স্টাফদের বেতন, খরচাপাতি দিয়ে দোকান টিয়ে রাখা যাচ্ছে না। আমাদের আবেদন যেন রাতের বেলার সময়টা একটু বাড়িয়ে দেওয়া হয়।”

ডিএসসিসি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেও এ বিষয়ে কোনো উত্তর মেলেনি। 

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি