ঢাকা, শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬

নির্বাচন পেছানোর দাবিতে ইসিকে ঐক্যফ্রন্টের চিঠি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৮, ১১ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট এক মাস ভোট পেছানোর জন্য আজ রোববার বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) কাছে লিখিত চিঠি দিয়েছে। বিকেলে ইসির কাছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমলগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি জমা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান বলেন, জাতীয় প্রেসক্লাবে এর আগে রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে ঐক্যফ্রন্ট নির্বাচন এক মাস পেছানোর দাবি জানিয়েছিল। সেই দাবি আমরা লিখিতভাবে নির্বাচন কমিশনের কাছে দিতে এসেছি।

প্রসঙ্গত, রোববার দুপুরেই নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয় ঐক্যফ্রন্ট। জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণায় আরও ছিল এক মাস নির্বাচন পেছানোর দাবি। এরপর বিকেলে ইসিতে গিয়ে এই চিঠি দেওয়া হলো।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি