ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে বিদেশে চিঠি দিয়েছিলো বিএনপি: কাদের

প্রকাশিত : ১৩:৫১, ২ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৬:২১, ২ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে দেশ-বিদেশে চিঠি দিয়েছেলো বিএনপি বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একইসঙ্গে তিনি বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে দেশ-বিদেশে চিঠি দিয়েও ব্যর্থ হয়েছে দলটি।

আজ শনিবার বেলা ১১ টার সময় নারায়ণগঞ্জের দ্বিতীয় কাঁচপুর সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের একথা জানান তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি শুধু সামাজিকভাবে নয়, রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেশে-বিদেশে চিঠি দিয়েও চরমভাবে ব্যর্থ হয়েছে বিএনপি।

প্রধানমন্ত্রীর চা-চক্রের আমন্ত্রণ বিএনপি প্রত্যাখ্যান করার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। জবাবে ওবায়দুল কাদের বলেন, এমন মনসিকতার কারণে রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েছে।

কাঁচপুর সেতুর বিষয়ে সেতুমন্ত্রী বলেন, কাঁচপুর দ্বিতীয় সেতুর কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। যেকোনো দিন এর উদ্বোধন করা হবে। আগামী মাসের প্রথম সপ্তাহে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানান তিনি।

 

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি