ঢাকা, মঙ্গলবার   ২৮ মে ২০২৪

নির্বাচনকালীন সরকারে আমিও সম্ভবত থাকব : মুহিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৩, ২৯ আগস্ট ২০১৮

একাদশ নির্বাচন সামনে রেখে যে নির্বাচনকালীন (ইন্টেরিম) সরকার গঠিত হবে তাতে নিজেও থাকবেন বলে আশা করছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, নির্বাচনকালীন (ইন্টেরিম) সরকারে আমিও সম্ভবত থাকবো। তবে নির্বাচনকালীন সরকারে কতজনের মন্ত্রিসভা হবে সে বিষয়টি নিশ্চিত করতে পারেন নি তিনি।

আজ বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী একথা বলেন।

নির্বাচনকালীন সরকার অক্টোবরে হবে এমনটা জানিয়ে এম এ মুহিত বলেন, ‘‌আমার ধারণা অক্টোবর মাসে হবে। ডিসেম্বরে তো নির্বাচন হবে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তিনমাসের মধ্যে হতেই হয়। সো অক্টোবরের সামটাইম, মিডেলে হতে পারে।’

নির্বাচনকালীন সরকারের সদস্য সংখ্যা কত হবে জানতে চাইলে আবুল মাল মুহিত বলেন, ‌`নো আইডিয়া।`

অপর প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‌`আমি মনে হয়, ইন্টেরিম সরকার পর্যন্ত আছি।’

/ এআর /


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি