ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

নির্বাচনে জেতার গ্যারান্টি চায় বিএনপি : কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৪, ২০ মে ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চায় নির্বাচন কমিশন আগেভাগে গ্যারান্টি দিতে হবে যে, ভোটে কেবল মাত্র বিএনপি জিতবে। দলটি স্বাধীন নির্বাচন কমিশন চায় না। তারা না জিতলে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে অভিযোগ করবে, এটাই স্বাভাবিক। খুলনা নির্বাচন থেকে শিক্ষা নেওয়ার আহবান জানান তিনি।
আজ রোববার প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে বিএনপি না এলেও গণতন্ত্র অব্যাহত থাকবে। নির্বাচনের ট্রেন কারো জন্য থেমে থাকবে না। সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী নির্বাচন হবে।
তিনি বলেন, ৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নিয়ে বিনাপ্রতিদ্বন্দ্বীতার ফাঁদ তারাই তৈরি করেছে। আশার বিষয় হচ্ছে এবার আর সেই ফাঁদে কেউ পড়ছে না। বিএনপি একটি বড় দল অংশ নিলে পূর্ণাঙ্গতা পাবে। এবার নির্বাচনে অংশগ্রহণকারী দলের সংখ্যা কম হবে না।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ যুবলীগের নেতারা।  
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি