ঢাকা, শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫

নির্বাচনের জন্য প্রার্থী বাছাই চলছে বিএনপির: সালাউদ্দিন আহমেদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৮, ৩ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে  বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শুক্রবার দুপুরে গুলশানে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক,উদার নৈতিক রাজনৈতিক দল। প্রত্যেকটি আসনে আমাদের একাধিক যোগ্য প্রার্থী রয়েছে। অনেক আসনে ১০ থেকে ১২ জনের মতো প্রার্থী আছে। এখন আমরা নিয়মতান্ত্রিকভাবে প্রার্থী বাছাইয়ের কাজ করছি। খুব শিগগির আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য ‘গ্রিন সিগন্যাল’ দেব।

সালাউদ্দিন আহমেদ আরও বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে ৫ আগস্টই জনগণ প্রত্যাখ্যান করেছে। তবে তারা নির্বাচনে অংশ নিতে পারবে কি না-তা বিএনপি নির্ধারণ করবে না। নির্ধরারণ করবে জনগণ ও বিচারিক আদালত।

আওয়ামী লীগের বিরুদ্ধে সরকারের মামলা করা উচিত মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন,গণহত্যা চালানোর পরও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই। বরং তারা দিল্লিতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি