নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব হলে জনগণকে বঞ্চিত করা হবে: সালাহউদ্দিন
প্রকাশিত : ১৬:৫১, ২৮ জুলাই ২০২৫ | আপডেট: ১৬:৫৩, ২৮ জুলাই ২০২৫

নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করলে জনগণকে বঞ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিভিন্ন কমিশন গঠনের মাধ্যমে নির্বাহী বিভাগকে অতি দুর্বল করা হলে তা জনগণের প্রত্যাশাকে ব্যাহত করবে।
সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াক আউট করে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
এ সময় সালাহউদ্দিন আহমেদ বলেন, ঐকমত্য কমিশনের বৈঠকে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে বিভিন্ন নিয়োগ সংক্রান্ত কমিটি গঠনের যে প্রস্তাব দেওয়া হচ্ছে তাতে স্পষ্টত নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব হবে। আমরা আগেও বলেছি বিএনপি নির্বাহী বিভাগের ক্ষমতা কমে যাক, এটা চায় না। এতে রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন বাধা আসবে।
তিনি বলেন, দেশে যেতে আবারও ফ্যাসিবাদের উৎপত্তি না হয় সে লক্ষ্যে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিভিন্ন প্রস্তাবে আমরা সহযোগিতা করে যাচ্ছি। প্রধানমন্ত্রী পদে যত মেয়াদ বা বার হোক ১০ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা আমাদেরই প্রস্তাব এবং এটা গৃহীত হয়েছে।
সালাহউদ্দিন বলেন, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে বিভিন্ন কমিটি গঠনের ব্যাপারে একমত না হলেও পরে কিছু বিষয়ে আমরা ছাড়ও দিয়েছি। স্বাধীন নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে সার্চ কমিটি করার প্রস্তাব মেনে নিয়েছি। এতে নির্বাচন কমিশন নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত থাকবে।
তাছাড়া তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া, স্বাধীন বিচারবিভাগ প্রতিষ্ঠার ব্যাপারেও আমরা একমত হয়েছি। কিন্তু আবারো বলছি নির্বাহী বিভাগকে বাধাগ্রস্ত করা কোনোভাবেই ঠিক হবে না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, নোট অফ ডিসেন্ট দিয়ে সব বিষয়ে ঐক্যমত হওয়ার সুযোগ নেই। সব বিষয়ে ঐক্যমত হতে হবে এমন কোন কথাও নেই। তবে ফ্যাসিবাদের পথ বন্ধ করতে সব বিষয়ে আমরা সহযোগিতা করে যাচ্ছি।
এসএস//
আরও পড়ুন