ঢাকা, শনিবার   ৩০ আগস্ট ২০২৫

নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার নিন্দা বিএনপির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৯, ৩০ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

গণঅধিকার পরিষদের সভাপতি  নুরুল হক নুর (ভিপি নুর) ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অনেক নেতাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

আজ এক বিবৃতিতে ওই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানায় বিএনপি।

বিবৃতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 
বলেন, 'বিএনপি সকল শান্তিপূর্ণ  রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চাকে ব্যাহত করে এমন কোন কর্মকাণ্ডকে বিএনপি সমর্থন করে না এবং সুস্থধারার রাজনৈতিক কর্মসূচিতে হামলাকে আমারা নিন্দা জানাই।'

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর  ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অনেক নেতাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় বিবৃতিতে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর নুরুল হক নুরের সুচিকিৎসা নিশ্চিত করার সর্বাত্মক পদক্ষেপের পাশাপাশি দ্রুত আরোগ্য কামনা করছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি