ঢাকা, সোমবার   ০১ সেপ্টেম্বর ২০২৫

নুরের শারীরিক অবস্থার উন্নতি, কেবিনে স্থানান্তর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ১ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

আজ সোমবার দুপুরে নুরকে কেবিনে নেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। 

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আসাদুজ্জামান জানান, নুরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। আইসিইউ থেকে নুরকে কেবিনে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যাল বোর্ড। বিভাগীয় প্রধানরা তাকে সার্বক্ষণিক দেখছেন। নুরের নাকের হাড় ও চোয়ালের হাড় পুরোপুরি ঠিক হওয়ার জন্য চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। আর চোখের মধ্যে যে রক্তজমাট হয়েছে, সেটা ঠিক হতে এক থেকে দুই সপ্তাহ লাগতে পারে।

তিনি আরও বলেন, নুরকে নরমাল খাবার খেতে বলা হয়েছে। তবে তিনি খাবার খাওয়ার সময় ব্যাথা পাচ্ছেন বলে জানাচ্ছেন। এটি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এ ছাড়া আঘাতের পর তার নাক থেকে যে রক্তক্ষরণ হয়েছে তার কিছু অংশ শ্বাসনালীতে চলে গিয়েছিল। গতকাল কাশির সঙ্গে দুইবার সেই রক্ত এসেছে। 

তবে এতে চিন্তার কিছু নেই বলে জানান ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

এদিকে, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানোর দাবি জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। 

নুরের স্ত্রী মারিয়া আক্তার বলেছেন, এখনো আশঙ্কামুক্ত নন নুর। হামলাকারীদের শাস্তি দাবি করে তিনি নুরের সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি