ঢাকা, শনিবার   ১০ জানুয়ারি ২০২৬

নয়াপল্টনে পুলিশের গাড়ীতে আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩২, ১৪ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৫:০৪, ১৪ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষ চলছে। এ সময় পুলিশের গাড়িতে আগুন দিয়েছে নেতাকর্মীরা।

আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

শুরুতে পুলিশ তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলেও সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষের এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা পুলিশের একটি গাড়ীতে আগুন ধরিয়ে দেয়।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি কেন্দ্র করে সড়কে বিএনপি নেতাকর্মীরা ভিড় করছিলেন। এতে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছিল। পুলিশ সড়ক খালি করার চেষ্টা করছিল। এ থেকেই ধাওয়া-পাল্টা ধাওয়ার সূত্রপাত।

টিআর/

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি