ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

পথবাসী মানুষের মাঝে সেমাই-চিনি বিতরণ করলো এনএফএস

প্রকাশিত : ১৮:১৩, ২ জুন ২০১৯

Ekushey Television Ltd.

ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও গরিব-অসহায় দুস্থ ও পথবাসী মানুষের মাঝে সেমাই-চিনিসহ ঈদ সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি (এনএফএস)।

রবিবার (২ জুন) রাজধানীর সেগুনবাগিচা, পল্টন, পলাশীর মোড় ও যাত্রাবাড়িতে ঘুরে ঘুরে সংগঠনের বন্ধুরা ৮০ টি পথবাসী পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে।

এসময় সংগঠনের বন্ধুরা বলেন, ঈদ আনন্দ সবার। আমাদের পাশের কেউ যেনো ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়। পথবাসী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন।
আমার বন্ধুরা মিলে ছোট ছোট উদ্যোগ নিয়ে ভালো কিছু করতে পারি। আমরা চাই বন্ধুদের নিয়ে মানবতার কল্যাণে কাজ করতে। প্রত্যেক বন্ধু তার এলাকায় নিজ নিজ এলাকায় দুস্থ মানুষের কল্যাণে কাজে এগিয়ে আসলে আমাদের সমাজ আরও সুন্দর হবে।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য শাহ আলম, মুফতি মাসুম বিল্লাহ নাফেয়ী, সভাপতি রাহাত হুসাইন, সভাপতি মণ্ডলীর সদস্য শেখ নাসির, মহাসচিব ইমরান হোসাইন, যুগ্মসচিব পাবেল হাছান চৌধুরী, রাশেদ আল মামুন, ঢাকা দক্ষিণের আহ্বায়ক বাপ্পা রাজ দাস, যুগ্ম আহ্বায়ক কে এম রায়হান প্রমুখ।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি