ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

পরাজয় থেকে শিক্ষা নিয়ে ইতিবাচক রাজনীতি করুন: বিএনপিকে নাসিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩০, ২ জানুয়ারি ২০১৯ | আপডেট: ২০:২৫, ২ জানুয়ারি ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির শোচনীয় পরাজয় থেকে শিক্ষা নিয়ে ইতিবাচক রাজনীতি করার আহ্বান জানিয়েছেন ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।            
বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ১৪ দলের সভা শেষে তিনি এ আহ্বান জানান।

মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি তাদের ভুল সংশোধন করে আগামীতে ইতিবাচক রাজনীতি করবে। সেই সঙ্গে ধানের শীষ প্রতীকের নির্বাচিত জনপ্রতিনিধিদের মাথা গরম না করে ইতিবাচক রাজনীতির জন্য সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার আহ্বান জানান তিনি।       

নির্বাচন উৎসবমুখর পরিবেশে হয়েছে দাবি করে নাসিম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট হয়েছে। এ জন্য আমরা দেশবাসীকে ১৪ দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।  

নির্বাচনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে ১৪ দল মুখপাত্র বলেন, ‘যখন আপনাদের সামনে একজন প্রবীণ নেতা (ড. কামাল হোসেন) বলেছেন-‘খামোশ’। আপনারা কিন্তু ‘খামোশ’ হননি। আপনারা চালিয়ে গেছেন, একটি সুষ্ঠু নির্বাচনের পক্ষে।’      

বৈঠকে উপস্থিত ছিলেন, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননসহ ১৪ দলের শীর্ষ নেতারা।      

এসি

  


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি