ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

‘পরিবার পরিকল্পনার কর্মসূচিতে করপোরেশন অর্থ বরাদ্দ দেবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৬, ৩০ মে ২০২১

পরিবার পরিকল্পনার কর্মসূচিতে দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আগামীতে অর্থ বরাদ্দ দেবে বলে জানিয়েছে সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ডিএসসিসি মেয়র বলেন, ‘পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কিছু আর্থিক অপ্রতুলতা রয়েছে। কিন্তু আমরা চাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সবকিছুতেই স্বয়ংসম্পূর্ণ হবে। 

যেহেতু আমরা স্বয়ংসম্পূর্নতার দিকে এগিয়ে যাচ্ছি, সে ক্ষেত্রে আমরা এই পরিবার পরিকল্পনা কার্যক্রমেও আরও বেশি সম্পৃক্ত থাকতে চাই। তাই আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় – পরিবার পরিকল্পনার যে স্থায়ী পদ্ধতি রয়েছে, সেই স্থায়ী পদ্ধতিতে আমরা অর্থ বরাদ্দ দেবো এবং সম্পৃক্ত থাকবো, যাতে করে পরিবার পরিকল্পনার স্থায়ী পদ্ধতিকে বেগবান করা যায়।’

আজ বিকেলে নগর ভবনের মেয়র হানিফ অডিটরিয়ামে “আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প (২য় পর্যায়)” এর আওতায় ডিএসসিসি এলাকায় বাস্তবায়িত ‘পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদারকরণ’ সংক্রান্ত দ্বিমাসিক পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এসব কথা বলেন।

সভায় কর্পোরেশনের নতুন ১৮টি ওয়ার্ডে আজ থেকে পরিবার পরিকল্পনা কার্যক্রম সম্প্রসারিত করা হচ্ছে জানিয়ে মেয়র বলেন, “নতুন ১৮টি ওয়ার্ড বিভিন্নভাবে পরিবার পরিকল্পনা সেবা থেকে বঞ্চিত হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত যে, সিটি করপোরেশনের নতুন ১৮টি ওয়ার্ডে আজ থেকে আমাদের এই কার্যক্রম সম্প্রসারিত হচ্ছে। আমি সংশ্লিষ্ট কাউন্সিলরদের বলব, আপনার আগামীকাল থেকেই এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন, যাতে করে দীর্ঘদিন ধরে বঞ্চিত জনগোষ্ঠী এই স্বাস্থ্যসেবাটা যথাযথভাবে পায়।”

করোনা মহামারির মধ্যেও যেন জনগণ পরিবার পরিকল্পনা সেবা থেকে জনগণ বঞ্চিত না হয় সে বিষয়ে সজাগ থাকার আহবান জানিয়ে ঢাদসিক মেয়র বলেন, “করোনা মহামারির মাঝেও আমাদের জীবন থেমে নেই। বিশ্ব আদৌ করোনা মহামারি থেকে সম্পূর্ণরুপে মুক্ত হতে পারবে কিনা সে বিষয়ে সুস্পষ্ট কোনো দিকনির্দেশনা এখনো পাওয়া যাচ্ছে না। তাই ধরেই নিতে হবে যে, আমাদেরকে করোনা মহামারীরকে সাথে নিয়ে চলতে হবে। তাই চলমান করোনা মহামারীর মাঝেও আমাদের এই পরিবার পরিকল্পনা সেবা যাতে কোনভাবে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে।”

ডিএসসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) শরীফ আহমেদের সঞ্চালনায় সভায় দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, মহিলা কাউন্সিলর, পরিবার পরিকল্পনা অধিদফতরের উপ-পরিচালক মিজানুর রহমান এবং প্রকল্পের পার্টনারশীপ এলাকায় (১ থেকে ৫ এলাকা) এই কার্যক্রম বাস্তবায়নের সংশ্লিষ্ট পার্টনার সংস্থাগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি