ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

পাইকারি গ্রেফতার অংশগ্রহণমূলক নির্বাচনের নমুনা হতে পারে না: রিজভী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৮, ৩ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পাইকারিহারে গ্রেপ্তারি অভিযান অংশগ্রহণমূলক নির্বাচনের নমুনা হতে পারে না বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘দেশব্যাপী পাড়া-মহল্লায় বিএনপির নেতাকর্মীদের বাড়িতে নিয়ে গ্রেপ্তারি অভিযানের চালানো হচ্ছে।

এ রকম গ্রেপ্তারি অভিযানের নিন্দা জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরও বলেন,  ‘প্রতি মুহূর্তে আমাদের দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। বাড়িতে হানা দিচ্ছে এবং তল্লাশি চালানো হচ্ছে। এগুলো কিসের নমুনা? এটা কী একটি অংশগ্রহণমূলক নির্বাচনের নমুনা,  না একতরফা নির্বাচনের নমুনা?

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি