ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘পাঠাও’ বন্ধ থাকলেও চলবে ‘উবার-স্যাম’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৬, ৮ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

খালেদা জিয়ার রায়কে ঘিরে অ্যাপভিত্তিক পরিবহনসেবা ‘পাঠাও’ আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর সেবা পুনরায় কখন থেকে পাওয়া যাবে, তা পরে জানানো হবে।

তবে ঢাকার প্রথম প্রাইভেটকার রাইড শেয়ারিং অ্যাপ উবার ও মোটরসাইকেল রাইড শেয়ারিং অ্যাপ ‘স্যাম’ বন্ধ করার কোনো ঘোষণা এখনও দেওয়া হয়নি।

গতকাল বুধবার মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে পাঠাও কর্তৃপক্ষ নিয়মিত যাত্রীদের বিষয়টি জানিয়েছে। তারা দুঃখপ্রকাশ করে বলেছে, ৮ তারিখ সকাল ৬ টা থেকে পাঠাও রাইড শেয়ারিং সার্ভিস সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে পাঠাওয়ের খাদ্য বিপণন সার্ভিস ঢাকায় সীমিতভাবে চালু থাকবে।

তবে ‘উবার’ ও শেয়ার এ মোটরসাইকেল ‘স্যাম’ থেকে এ ধরনের কোনো বার্তা আসেনি। সেবা বন্ধ রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে তাদের প্রতিষ্ঠানটির গণমাধ্যম শাখা।

এছাড়া রাজধানীতে গণপরিবহন স্বাভাবিক চালানোর কথা সরকার সমর্থক ঢাকা সড়ক পরিবহন মালিক শ্রমিক সংগঠন ঘোষণা দিলেও অনেক বাস মালিক বাস নামাবেন না বলে জানিয়েছেন। ঢাকা থেকে দূরপাল্লার রুটগুলোতে দিনের বাস বন্ধ রেখেছে বাস কোম্পানিগুলো।

উল্লেখ্য, কিছুদিন আগে ঢাকায় দ্রুত যাত্রী পরিবহণের জন্য অ্যাপসভিত্তিক মোটরসাইকেল যাত্রী পরিবহণ ব্যবস্থা চালু হয়। যা পাঠাওসহ আরও বেশ কয়েকটি সংস্থা এই সেবা দিয়ে আসছে।

টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি