ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

পাবলিক বাসে বাসায় ফিরলেন তারানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৫, ১২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

অফিস শেষে পাবলিক বাসে করে বাসায় ফিরেছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। শুধু একদিনের চমক হিসেবেই নয়, এখন থেকে প্রতিদিনই বাসে করে অফিসে যাওয়া আসার ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী তারানা।

বুধবার সচিবালয়ে অফিস শেষে পাবলিক বাসে বাসায় ফিরেছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। তথ্য প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন সাংবাদিকদের বলেন, ‘অফিস শেষে বুধবার দুপুরে জিপিও মোড় থেকে ৬ নম্বর বাসে গুলশানের বাসায় গেছেন প্রতিমন্ত্রী।’

পাবলিক বাসে যাতায়াতের পর এক প্রতিক্রিয়ায় তারানা হালিম বলেন, ‘পাবলিক বাসে কেন উঠতে পারব না? আজ দুপুর ১২টায় উঠলাম। পুরানা পল্টন-তেজগাঁও-গুলশান রুটের বাস। আমাকে দেখে কী যে খুশি যাত্রীরা। কেউ অবাক হয়, কেউ সেলফি তোলে। কেউ বলে অনেক গরম, পারবেন তো?’

এর আগে সকালে সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে তারানা হালিম বলেন, ‘চিন্তা করেছি পাবলিক বাসে চলাচল করবো, বিআরটিএতে নয়। আমরা উঠলে যদি তারা (চালক) সচেতন হন, তাহলে আমরা অবশ্যই বাসে উঠবো।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি