ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পার্বত্য শান্তি চুক্তির শতভাগ বাস্তবায়নের দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৯, ৩০ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৭:১৩, ৩০ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

পার্তব্য অঞ্চল দীর্ঘদিনের অস্থিরতা নিরসন ও স্থায়ীভাবে শান্তি এবং শৃঙ্খালা প্রতিষ্ঠার লক্ষে পার্বত্য শান্তি চুক্তি শতভাগ বাস্তবায়নের দাবি জানিয়েছেন জনউদ্যোগ জাতীয় কমিটি।

আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি সড়ক সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে এ দাবি  জানানো হয়। সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারণলিপি প্রদান করা হয়।

এসময় বক্তরা বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২০ বছর পার হলেও যথাযথ বাস্তবায়ন হয়নি। ফলে জুন্ম জনগোষ্ঠীসহ দেশের অনেক নাগরিক আজ ক্ষুদ্ধ। এমনকি জনসংখ্যার ভারসাম্য নিয়ে পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে যে ভয় ও শঙ্কা রয়ে গেছে। স্বাধীন দেশের নাগরিক হিসেবে সব জাতিগোষ্ঠীর মানুষ সমান অধিকার ও  মর্যাদায় বাস করবে এটা আমাদের  চাওয়া।

এসময় সংগঠনের পক্ষ থেকে ৯ দফা দাবি তুলে ধরা হয়।

দাবিগুলো হলো- পার্বত্য শান্তি চুক্তির শতভাগ বাস্তবায়নের মাধ্যেমে সমস্যার সমাধান করতে হবে। পাহাড়ের যে কোন উন্নয়ন প্রকল্প বা পরিকল্পনা এবং সিন্ধান্ত গ্রহণে সেখানকার অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করতে হবে।

চুক্তি অনুযায়ী পাহাড়িদের সব হয়রানিমূলক মামলা বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহার করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে। সব আদিবাসী জাতিগোষ্ঠীর নিজ নিজ মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হবে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দলীয়ভাবে সব নির্বাচনে অংশগ্রহণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

আদিবাসীদের আদিবাসী নামে সংবিধাবিক স্বীকৃতি দিতে হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন- আদিবাসী ফোরমের সাধারণ সম্পাদক সঞ্জিব দ্রং, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টার্চায, আদিবাসী নেতা জালানী শুভ, তারিক হোসেন হিরণ মিত্র প্রমুখ।

 টিআর/এসএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি