ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫

‘পিটার হাসের সঙ্গে বৈঠক’ গুজব বলছে এনসিপি নেতারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২২, ৫ আগস্ট ২০২৫ | আপডেট: ১৫:৪৩, ৫ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

এই মহূর্তে বাংলাদেশের কক্সবাজারে অবস্থান করছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস। তার সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের বৈঠকের খবর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে, এনসিপি সংশ্লিষ্ট সূত্রগুলো এই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। 

তাদের দাবি, এনসিপির উচ্চপদস্থ নেতারা কোনো রাজনৈতিক বৈঠকে অংশ নেননি, বরং বর্তমানে তারা কক্সবাজারে অবকাশ যাপন করছেন।

মঙ্গলবার দুপুরে যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন গণমাধ্যমকে বলেন, পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি গুজব। কেন্দ্রীয় নেতারা সেখানে ঘুরতে গেছেন।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিক খবরে দাবি করা হয়, এই মহূর্তে বাংলাদেশের কক্সবাজারে অবস্থান করছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পাঁচ নেতা তার সঙ্গে সাক্ষাৎ করতে সেখানে গিয়েছেন। কক্সবাজারের একটি বিলাসবহুল হোটেলে তারা বৈঠক করবেন।

এনসিপির চার নেতা হলেন- সারজিস আলম, নাসিরুদ্দীন পাটোয়ারী, তাসনিম জারা , খালেদ সাইফুল্লাহ এবং হাসনাত আবদুল্লাহ।

মুঠোফোনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এটা তাদের ব্যক্তিগত সফর। পিটার হাসের সঙ্গে বৈঠক নিয়ে যেসব নিউজ ছড়ানো হচ্ছে তা পরোটাই গুজব। আমরা এমন মিটিং বিষয়ে কিছুই জানি না।

এদিকে, জুলাই শহীদদের সম্মরণে রাজধানী মানিক মিয়া অ্যাভিনিউতে নানা আয়োজনে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। সেখানে আজ বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে সরকারের আমন্ত্রণে উপস্থিত থাকবে বিভিন্ন রাজনৈতিক দল। 

সেখানে এনসিপির শীর্ষ নেতারা এই মহূর্তে কক্সবাজার রয়েছেন। বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠেছে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি