ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

পূর্বাচলে ২০ হাজার ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রাজউকের (ভিডিও)

তৌহিদুর রহমান

প্রকাশিত : ১০:৪৯, ২৪ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

পূর্বাচলে পাঁচটি ব্লকে বহুতল ভবনের মাধ্যমে ২০ হাজার ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক। মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও উচ্চবিত্তদের কথা মাথায় রেখে এসব ফ্ল্যাট নির্মাণ করা হবে। এরমধ্যে ২টি ব্লকের কাজ প্রাইভেট-পাবলিক পার্টনারাশিপের মাধ্যমে; বাকি ৩টি করবে রাজউক নিজেই। ইতিমধ্যে প্রকল্পের পরামর্শক নিয়োগ দেয়া হয়েছে। 

রাজধানীর খিলক্ষেত, গাজীপুরের কালিগঞ্জ ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৬ হাজার ২২৭ একর জায়গায় নিয়ে গড়ে উঠছে রাজউক পূর্বাচল সিটি। 

এখানকার ৩০টি ব্লকের মধ্যে ৫টিতে ২০ হাজার ফ্ল্যাট নির্মাণের প্রকল্প হাতে নেয়া হয়েছে। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের চাহিদা বিবেচনায় ফ্ল্যাটের আকার হবে ১৭শ’ ৫০, ১২শ’ ৫০, ১৫শ’ এবং ১৮শ’ বর্গফুট।  

পুরো প্রকল্পের ৩৫ শতাংশ জমির ওপর নির্মাণ হবে ফ্ল্যাট-বাড়ি, ২৫ শতাংশ জায়গাজুড়ে থাকবে রাস্তা, থাকবে গ্রীণ জোন। সব মিলি একটি আধুনিক শহর হবে পূর্বাচল সিটি।

প্রকল্প পরিচালক মো. মনিরুল হক বলেন, “গ্রীন জোন থাকবে, লেক থাকবে, এখানে পার্ক থাকবে। ৫টি ব্লকের মধ্যে ২টিতে পিপিতে বাস্তবায়ন করবো আর বাকি ৩টিতে আমরা সরাসরি ইপিসি মুডে করবো। ইতিমধ্যে এটা প্রক্রিয়াধীন রয়েছে আর যেটা পিপিতে করা হবে সেটা অনুমোদিত হয়েছে। যেগুলো আমরা নিজেরা করবো সেগুলোতে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে।”

উচ্চবিত্তদের পাশাপাশি নিম্নআয়ের মানুষের জন্য নির্মাণ করা হচ্ছে ছোট আকারের ফ্ল্যাট। থাকবে স্টুডিও অ্যাপার্টমেন্টও।

রাজউক চীফ ইঞ্জিনিয়ার প্রকৌশলী উজ্জ্বল মল্লিক বলেন, “৬০ হাজার করার কথা ছিল কিন্তু আমরা ২০ হাজার ফ্ল্যাট নির্মাণ করবো। সেখানে নিম্ন ও মধ্যম আয়ের লোক এবং উচ্চ মধ্যম আয়ের লোকেদের জন্য ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

সব কিছু ঠিক থাকলে আসছে ডিসেম্বরের মধ্যেই প্রকল্পের কাজ শুরু হবে বলে আশা করছেন প্রকল্প পরিচালক।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি