ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

পৃথিবীর যে ৭টি জায়গা গুগল ম্যাপে পাবেন না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৪, ২৩ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

ঘরে বসেই আপনি ঘুরে আসতে পারেন পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত গুগল ম্যাপের সাহায্যে সহজেই বিশ্বের যে কোনো জায়গা খুঁজে বের করতে পারবেন

তবে বিশ্বের এমন কিছু স্থান রয়েছে, যে স্থানগুলো আপনি চাইলেও গুগল ম্যাপে খুঁজে পাবেন না। জেনে নিন এই সাতটি স্থানের নাম এবং অবস্থান-

ন্যাটোর বিমানঘাঁটি: সামরিক জোট ন্যাটোর বিমানঘাঁটি রয়েছে জার্মানির গিয়েলেনকির্চেন নামের একটি স্থানে। এ জায়গায়টি মাইক্রোসফটের বিংয়ে ব্লক করা না থাকলেও গুগল ম্যাপে জায়গাটি পিক্সেল করে দেখানো হয়।

ন্যাশনাল সিকিউরিটি ব্যুরো: চীনের জাতীয় নিরাপত্তা ব্যুরোর সদর দপ্তর ন্যাশনাল সিকিউরিটি ব্যুরো। এটি গুগল ম্যাপে চাইলেও আপনি বের করতে পারবেন না। তাইওয়ানে অবস্থিত এ জায়গায় চীনের কয়েকটি গোয়েন্দা সংস্থার কার্যালয়ও আছে। গুগলে এই জায়গাটি ব্লক করা আছে।

রোজেজ: লোস ডোলোরেসের মতো স্পেনের আর একটি জায়গাও রোজেজ গুগল ম্যাপে পাওয়া যায় না। ধারণা করা হয়, এ স্থান থেকে মার্কিন বিমানবাহিনীর ৮৭৫তম আধুনিক বিমানটি নিয়ন্ত্রণ করা হয়। এখান থেকে বিভিন্ন সতর্কবার্তাও পাঠানো হয়। স্পেনের এ স্থানটি গুগল ম্যাপে পাওয়া যায় না।

ভলক্যাল বিমানঘাঁটি: নেদারল্যান্ডসের ভলক্যাল বিমানঘাঁটি গুগল ম্যাপে পাওয়া যায় না। মার্কিন বিভিন্ন গোপন নথি প্রকাশ করা ওয়েবসাইট উইকিলিকসের অভিযোগ, এই বিমানঘাঁটিতে স্নায়ুযুদ্ধের সময়কার ২২টি পারমাণবিক বোমা লুকিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র।

ইসরায়েল: আপনি চাইলেও পুরো ইসরায়েল গুগল ম্যাপে দেখতে পারবেন না। তবে জুম করলে মনে হবে কিছু ভবন কিন্তু সেটি ইসরায়েল নয়।

লোস ডোলোরেস: স্পেনের লোস ডোলোরেসের হ্যালিপোয়েরতো ডি কার্টাগেনা নামের জায়গাটিও গুগল ম্যাপে পাবেন না। জায়গা সম্পর্কে তেমন তথ্যও খুব একটা জানা নেই কারও। গুগলের স্ট্রিট ভিউয়ে খুঁজলেও এর অবস্থান পাওয়া যায় না।

হাডসপেথ কাউন্টি: টেক্সাসের একটি অংশ, যার নাম হাডসপেথ কাউন্টি। এখানে মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমান্ত এলাকা আছে। এই সীমান্তের প্রায় ১৫ কিলোমিটার দূরে মেক্সিকোর সিউদাদ জুয়ারেজ এলাকাটি গুগল ম্যাপে বিকৃত করে রাখা আছে।

 

আর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি