ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

পোস্তগোলা সেতুতে ৫ দিন বন্ধ সব ধরনের যানবাহনের চলাচল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৫, ২২ ফেব্রুয়ারি ২০২৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় মহাসড়কের পোস্তগোলা সেতুর দুটি গার্ডারের সংস্কার কাজ শুরু হয়েছে। চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত। এতে হালকা যান চলাচল করলেও ৫ দিন বন্ধ থাকবে সব ধরনের যানবাহন। এ সময় ঢাকাসহ দেশের ২১ জেলায় যাতায়াতে বাড়তি যানজটের আশঙ্কায় বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। 

২০২০ সালে বুড়িগঙ্গা সেতুর উপর নির্মিত পোস্তগোলা সেতুর গার্ডারের সাথে ধাক্কা লাগে উদ্ধারকারী জাহাজের। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় সেতুটি।

এতে করে দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থাতেই এই সেতু দিয়ে দক্ষিণের ২১ জেলার যানবাহন চলাচল করছে। তবে শুরু হয়েছে সেতুটি সংস্কারের কাজ। বাংলাদেশ-চীন মৈত্রী সেতু সংস্কার কাজের অংশ হিসেবে গার্ডার মেরামতও করা হবে। এতে ৮ মার্চ পর্যন্ত সীমিত আকারে চলবে যানবাহন। তবে, বন্ধ রয়েছে সব ধরনের ভারী যানবাহন চলাচল।

আর ঝুঁকিপূর্ণ এই সেতুটি সংস্কারের কাজ করছে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান। সংশ্লিষ্টরা বলছেন, দেশের দক্ষিণে যোগাযোগ স্বাভাবিক রাখতে যথাসময়ে সংস্কারের কাজ শেষ হবে।

হালকা যানবাহনের তালিকায় আছে বাস, মাইক্রোবাস, সিএনজি অটোরিকশা। তবে এসব যানবাহনকে ২৪ ও ২৬ ফেব্রুয়ারি ও ১, ৪ ও ৮ মার্চ বিকল্প সড়ক ব্যবহার করতে হবে।

সংস্কার কাজ চলার সময় সাধারণ নির্দেশিকা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে সড়ক ও জনপথ বিভাগ থেকে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি