ঢাকা, বৃহস্পতিবার   ২৮ আগস্ট ২০২৫

প্রকৌশল অধিকার আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩০, ২৮ আগস্ট ২০২৫ | আপডেট: ২০:৫২, ২৮ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

দেশের সব সরকারি-বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলমান ‘কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার্স’ বলবৎ রাখার ঘোষণা দিয়েছে প্রকৌশলী অধিকার আন্দোলন। নতুন কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় ও জাতীয় সম্মেলনেরও ঘোষণা দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের দাবি, ইঞ্জিনিয়ারদের প্রতি অবিচার বন্ধ করতে হবে।

রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সে (আইইবি) বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি মো. ওয়ালি উল্লাহ। তিনি বলেন, “আমাদের কর্মসূচি চলবে যতক্ষণ না পর্যন্ত পরবর্তী ঘোষণা দেওয়া হয়। সারা দেশের ক্যাম্পাসে ‘কমপ্লিট শাটডাউন’ বলবৎ থাকবে।”

সংবাদ সম্মেলনে ভিডিও প্রদর্শনীর মাধ্যমে বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের মধ্যে বিদ্যমান বৈষম্য তুলে ধরা হয়। বক্তারা অভিযোগ করেন, সরকারি চাকরিতে ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য সংরক্ষিত পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের সুযোগ নেই, যা অবিচার।

আন্দোলনকারীরা তাঁদের তিন দফা দাবি তুলে ধরেন:

১. ৯ম গ্রেড সহকারী প্রকৌশলী পদে কেবল পরীক্ষার মাধ্যমে নিয়োগ এবং ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা।

২. ১০ম গ্রেডে শুধু ডিপ্লোমাধারীরা নয়, উচ্চ ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন—এমন সুযোগ রাখা।

৩. কেবল বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্নকারীরাই যেন ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারেন, তা নিশ্চিত করা।
বুয়েট শিক্ষার্থীরা গত মঙ্গলবার থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন। বুধবার বেলা ১১টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে গেলে লাঠিপেটার ঘটনাও ঘটে। এতে বহু শিক্ষার্থী আহত হন।

এরপর শিক্ষার্থীরা বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে রাখেন এবং রাতেই দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি ঘোষণা করেন।

মো. ওয়ালি উল্লাহ আরও জানান, চলতি সপ্তাহে বিভাগীয় সম্মেলন এবং পরবর্তী সপ্তাহে জাতীয় সম্মেলন করা হবে। তিনি বলেন, “আমরা জনদুর্ভোগ এড়ানোর চেষ্টা করছি। তবে আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন অব্যাহত থাকবে।”

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি