ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

প্রকৌশলী সবুরের মায়ের মৃত্যুতে আইইবি’র শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৪, ৭ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ’র (আইইবি) সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুরের মাতা রাবেয়া খাতুন (৭৭) মারা গেছেন। বুধবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। তার মৃত্যুতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন শোক প্রকাশ করেছে। 

বুধবার ইনস্টিটিউশনের জনসংযোগ কর্মকর্তা একেএম ইমরান হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকৌশলী মো. আবদুস সবুরের মাতার মৃত্যুতে ইনস্টিটিউশনের কেন্দ্রেীয় কাউন্সিলের পক্ষ থেকে আইইবি’র সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমা রাবেয়া খাতুস’র পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 
এমএস/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি