ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

প্রচুর ইলিশ আসছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৩, ১৪ জুলাই ২০২১

চাঁদপুরে আসতে শুরু করেছে প্রচুর ইলিশ। কয়েক দিন খরার পর মঙ্গলবার প্রায় আটশ মণ ইলিশ এসেছে সবচেয়ে বড় বাজার বড়স্টেশন মাছ ঘাটে। তবে এর মধ্যে মাত্র একশ মণ চাঁদপুরের পদ্মা-মেঘনার। বাকিগুলো হাতিয়া, সন্দ্বীপসহ সাগর অঞ্চলের মাছ। মাছের আমদানি বাড়ায় দামও কিছুটা কমতে শুরু করেছে। এতে কর্মচাঞ্চল্য ফিরেছে জেলে, ঘাটের শ্রমিক, আড়তদার ও ব্যবসায়ীদের মধ্যে।

বড়স্টেশনের আড়তদার ইমান হোসেন গাজী বলেন, পাঁচ দিন ধরে মাছের আমদানি বাড়তির দিকে। গত সপ্তাহে প্রতিদিন গড়ে মাছ এসেছে প্রায় পাঁচশ মণ। চলতি সপ্তাহের প্রথম দু'দিন ইলিশের আমদানি বেড়ে প্রায় এক হাজার মণে উন্নীত হয়েছে। তবে এসব ইলিশের বেশিরভাগই সাগরের। চাঁদপুরে পদ্মা-মেঘনার ইলিশ আসছে কম।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান বলেন, এবার বৃষ্টি দেরিতে শুরু হয়েছে। ইলিশ মাইগ্রেশনের ক্ষেত্রে বৃষ্টি বড় ভূমিকা রাখে। নদীতে পানিপ্রবাহ কম। এসব কারণে মাছ মাইগ্রেট করছে না। তাছাড়া উপকূলীয় কয়েকটি জেলায় চিরুনি অভিযান চলছে। এটি চলবে ২৩ জুলাই পর্যন্ত। এ কারণে ওইসব এলাকায় ইলিশ ধরতে পারছেন না জেলেরা। আশা করি, এরপর থেকে বাজারে প্রচুর ইলিশ আসবে। আর চাঁদপুর অঞ্চলে মাছ আসতে কিছুটা সময় লাগে। 

তিনি জানান, গত বছর শুধু চাঁদপুরেই ইলিশ এসেছিল ৪৮ হাজার ৩২৫ টন।
এসএ/
 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি