ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

ওবায়দুল কাদের

‘প্রতিপক্ষের ওপর প্রতিহিংসা দেখানো যাবে না’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০২, ৩১ ডিসেম্বর ২০১৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে খারাপ আচরণ করবেন না। রাজনীতিতে জোয়ার ভাটা থাকবে। তাই প্রতিপক্ষের ওপর কোনো বাড়াবাড়ি বা প্রতিহিংসা দেখানো যাবে না।’
আজ সোমবার নোয়াখালীর নিজ নির্বাচনি এলাকায় বিজয় পরবর্তী প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘ধৈর্য ধরে সংযত হয়ে সবাই বিজয় আনন্দ উপভোগ করবেন। কেউ মারামারি করবেন না। আওয়ামী লীগের ঐতিহ্য আছে, তাই কারো বাড়িঘরে গিয়ে রাজনৈতিক কোনো রেষারেষি করবেন না। বিদ্বেষ, প্রতিহিংসার রাজনীতি করবেন না।’
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীদের আহবান জানাচ্ছি, ‘কোথাও কোনো বাড়াবাড়ি করা যাবে না। এখানকার অনেক এলাকায়ই সমস্যা হয়েছে। তবে, এই এলাকায় তেমন কোনো সহিংসতা হয়নি। এজন্য প্রধানমন্ত্রী নেতাকর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।’
এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি